ll महिषांगनिशुदिनी ll
M A H I S H A N G A N I S H U D I N I
A project by Anirban Mondal
🌺অবশেষে প্রারম্ভ হয় বহু অপেক্ষিত সেই যুদ্ধ। শুভ-অশুভর, আলো-আঁধারের, দেবী-দানবের মহাযুদ্ধ। ব্রহ্মার বরের অপব্যবহারে, সকল দেবতাদের পরাস্ত করে, ত্রিলোক বিজয়ী মহিষাসুর স্বয়ংকে সর্বশক্তিমান স্থির করে বসে। যেহেতু মানব, দানব, অথবা দেবতা, যেকোনো পুরুষের পক্ষেই তাকে পরাজিত করা হয়ে ওঠে অসম্ভব। সেহেতু স্বয়ংকে অমর, অজেয় ভেবে, যুদ্ধে অবতীর্ণ হওয়ার এই ভুল, তার জীবনের অন্তিম ভুল সাব্যস্ত হয়। কারণ, এইবার রণক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কোনো পুরুষ নয়, ছিলেন এক নারী। ছিলেন, স্বয়ং আদ্যাশক্তি মহামায়া।
নয় দিন, নয় রাত্রি ধরে চলতে থাকা এই যুদ্ধে, মহিষাসুর ক্ষণে-ক্ষণে নিজ রূপ পরিবর্তনের দ্বারা নানা কৌশল বিস্তার করে। প্রথমে সে অতীব হিংস্র মহিষ রূপে, দুরন্ত গতিতে, দেবী ও তাঁর বাহন সিংহরাজকে আক্রমণ করার উদ্দেশ্যে এগিয়ে আসলে, দেবী তাকে নাগপাশে বদ্ধ করেন। নাগপাশ হতে স্বয়ংকে মুক্ত করতে, মহিষাসুর সিংহ রূপ ধারণ করে, তবে দেবীর খড়গ দ্বারা সেই সিংহের শিরশ্ছেদন ঘটে। এইবার সেই মায়াবী এক নয়নবিমোহন সুদর্শন পুরুষ রূপে আত্মপ্রকাশ করতেই, দেবীর ধনুক হতে নিক্ষিপ্ত বাণে বিদ্ধ হয়ে সেই রূপেরও বিনাশ ঘটে। যার পশ্চাৎ ক্ষিপ্ত অসুররাজ এক বৃহত্তাকার হস্তীতে রূপান্তরিত হয়ে সহিংস ভাবে দেবীর দিকে এগিয়ে আসতেই, খড়গ দ্বারা দেবী সেই হস্তীর মস্তক হতে কাণ্ড ছেদন করেন। দিক-দিগন্তে রণবাদ্য তখনও নিনাদিত, মহিষাসুর পুনরায় হিংস্র মহিষ-রূপ ধারণ করে গর্জন করে ওঠে। দেবী তাকে আবারও নাগপাশে বদ্ধ করে, খড়গ দ্বারা তার শিরশ্ছেদ করেন। মহিষের নিথর দেহ হতে এইবার স্বয়ং মহিষাসুর নির্গত হলে, দেবী বজ